রামপালে ওয়ার্ল্ড ভিশনের পুষ্টি সমন্বয় কমিটির সভা

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৪:৪৪ পিএম, সোমবার, ২১ আগস্ট ২০২৩ | ৪২৭

রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে পুষ্টি সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, পিআইও মতিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতিমা শেফা, ওয়ার্ল্ড ভিশন রামপাল এর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, প্রেসক্লাব রামপাল এর সাধারণ সুজন মজুমদার, উপসহকারী কৃষি কর্মকর্তা কিশোর কুমার বালা প্রমুখ।
সভায় রামপাল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রামপাল এপি অত্র এলাকার শিশু কল্যাণ নিশ্চিত করার লক্ষে মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন, শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে ব্যপক কাজ করছে। এ কার্যক্রম গতিশীল করার লক্ষে রামপাল এপি'র পক্ষ থেকে বিস্তারিত তুলে ধরেন সংস্থার প্রধান ফুলি সরকার।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত