মোরেলগঞ্জে সরকারি খাল ও নদীর চর দখলের অভিযোগ

মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ

আপডেট : ১০:০৫ পিএম, রোববার, ৯ এপ্রিল ২০২৩ | ৪৩৮

মোরেলগঞ্জে সরকারি খাল, নদী ভরাটের চর অবৈধ দখল ও ভেকু মেশিন দিয়ে মৎস্য বেড়ি বাধ নির্মানের করে ফসলহানীর অভিযোগ পাওয়া গেছে। আর এ অভিযোগের প্রেক্ষিতে রবিবার সকালে ভূক্তভোগীদের পক্ষে সংবাদ সম্মেলনে করেছে নুরুল ইসলাম শিকদার।
সংবাদ সম্মেলনে তিনি জানান, উপজেলার পঞ্চকরন ইউনিয়নের ৯নং পঞ্চকরন মৌজার ১নং খতিয়ানে ১৩৪,২০৭,২১০ নং দাগের সরকরি দরগাবাড়ি খাল সহ ঘষিয়াখালী নদীর চর দখল ও ভেকু মেশিন দিয়ে ভেড়ি বাধঁ তৈরী করছে কতিপয় প্রভাবশালী ব্যক্তি। যার কারনে চাষাবাদকৃত জমিতে জলাবদ্ধতার সৃষ্টি ও ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। দখলদার হিসেবে ঐ গ্রামের বেলায়েত শেখ, বাহার খান, রিয়াদ খান ও রুস্তম আলী রয়েছে বলে সংবাদ সম্মেলনে তিনি জানান। এসব প্রভাবশালীদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে উল্টা হুমকি-ধমকি সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়।

স্থানীয়রা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে এ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। কিন্তু কোন সুরাহা হয়নি। এলাকাবাসি প্রভাবশালীদের অবৈধভাবে খাল ও চর দখলদারমুক্ত করে জলাবদ্ধতা নিরসনপূর্বক ফসলহানী থেকে কৃষকদের রক্ষার আবেদন জানানো হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত