বাগেরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ১২:৩৭ এএম, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ | ৬৭৩

বাগেরহাটে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের মধ্য দিয়ে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের সামনে থেকে শোযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে হাসপাতালের মিলনায়তনে তত্ত্বাধায়ক অসীম কুমার সমদ্দারের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। ‘সবার জন্য স্বাস্থ্য’ প্রতিপাদ্যে আরএমও এস. এম.এ জবার ফারুকীর সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য দেন, হাসপাতালের সহকারী পরিচালক ডা: হুসাইন ফাফায়াত, ডা: রিয়াদুজ্জামান, ডা: আবিদা সুলতানা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, ক্রেন প্রকল্পের সমন্বয়কারী খালেদা আক্তার মুন, নার্সিং সুপারভাইজার হালিমা খাতুন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের প্রতিনিধি এ্যাড: মিলন ব্যানার্জী, মুখার্জী রবীন্দ্রনাথ, বাবুল সরদার, আকমল উদ্দিন সাকি, সুনয়না রায় সুমা, প্রধান সহকারী মহিতুর রহমান, ওয়ার্ড মাস্টার মোল্লা নজরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাস, গড় আয়ু বৃদ্ধি, করোনা দুর্যোগ মোকাবেলাসহ গত একযুগে স্বাস্থ্য ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের নানা দিক তুলে ধরেন।

একইসাথে এন্টিবায়োটিক এর যথেচ্ছার ব্যবহার, অসংক্রামক রোগ প্রতিরোধে দুর্বলতা, সমন্বয়হীনতা, চিকিৎসক ও টেকনিশিয়ান সংকট-সহ সেবাদাতা ও গ্রহিতাদের আন্তরিকতার অভাব চলমান স্বাস্থ্যসেবার উন্নয়নে বড় বাধা বলে উল্লেখ করেন। এ সংকট উত্তোরণে সমন্বিত কার্যকর উদ্যোগ গ্রহন জরুরী বলে তারা মত দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত