ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতনতার বিকল্প নেই

বাগেরহাটে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ১০:৩৪ পিএম, বুধবার, ১৫ মার্চ ২০২৩ | ৪৫১

বাগেরহাটে “নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার ‘বিশ্ব ভোক্তা-অধিকার দিবস’ পালিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাট এর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী ঝুমুর বালা, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ-আল আসাদ, প্রেস ক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, ক্যাব বাগেরহাটের সভাপতি বাবুল সরদার, চেম্বার অফ কমার্সের পরিচালক পারভেজ তরফদার, পৌর আওয়ামলীগের সভাপতি বশিরুল ইসলাম বশির প্রমুখ।


বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে ভোক্তার সচেতনতার কোন বিকল্প নেই। পাশাপাশি পণ্য ও সেবার মান যাচাইয়ে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।’ প্রধান অতিথি আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে এবং ভোক্তা অধিকার রক্ষায় সবাইকে আরো দায়িতশীল আচরণ করার নির্দেশনা প্রদান করেন। একই সাথে কৃত্তিম সংকট সৃষ্টি বাজার অস্থিতিশীল করার বিষয়ে তিনি সর্তক করেন। এ সভায় উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ক্যাবের সদস্যবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিনিধি, সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ, চেম্বার অফ কমার্সের প্রতিনিধি, ব্যবসায়ী সমাজের সদস্যবৃন্দ এবং গণমাধ্যমের সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত