মোল্লাহাটে কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ১০:৩০ পিএম, বুধবার, ১৫ মার্চ ২০২৩ | ৪৫৪

মোল্লাহাটে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে খরিপ- ১/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে এ বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়।



উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, শাহীনুল আলম ছানা। কৃষি কর্মকর্তা অনিমেষ বালার সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, সাংবাদিক আবদুল্লাহ ফারুক প্রমুখ।



উপজেলার মোট এক হাজার কৃষকের মাঝে এক কেজি করে মোট এক হাজার কেজি উন্নত মানের পাট বীজ বিতরণ করা হবে বলে জানান কৃষি কর্মকর্তা অনিমেষ বালা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত