মোল্লাহাটে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৫:৩০ পিএম, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ | ৭২৭

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপনের শুরুতে ৭ই মার্চ সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে পর্যায়ক্রমে আলোচনা সভা, শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য'র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।

উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, অধ্যক্ষ এল জাকির হোসেন, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশাদুজ্জামান শুভ, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ নাহিদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, মনোরঞ্জন পাল, মোঃ মিজানুর রহমান মোল্লা, শেখ রফিকুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান মিয়া, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, সহকারী শিক্ষা কর্মকর্তা শর্মিষ্ঠা মন্ডল, প্রেসক্লাব মোল্লাহাটের জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, সাংবাদিক আবদুল্লাহ ফারুক ও সৌরভ প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত