ফকিরহাটে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস’র উদ্বোধন ও পুরস্কার বিতরণ

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১২:৪১ এএম, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩ | ৩৭৬

ফকিরহাটে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ (বিভাগীয় পর্যায়) বাছাই পর্ব’র শুভ উদ্বোধন, দিনব্যাপী বিভিন্ন শ্রেনীতে ভারোত্তলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর আয়োজনে রবিবার (৫ই ফেব্রুয়ারী) সকাল দশটায় উপজেলা সদরের সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রে শুভ উদ্বোধন ঘোষণা করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সহ-সভাপতি সরদার সেলিম আহমেদ, জাতীয় ভারোত্তোলন কোচ ও রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ক্রীড়াবিদ শাহরিয়া সুলতানা।

ভারোত্তোলন প্রশিক্ষক বিশ্বাস আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুঃ আলীমুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার, মুলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার ও নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত