পুরোহিত প্রশিক্ষনের সমাপনী ও সনদ বিতরন

পি.কে.অলোক

আপডেট : ১০:০২ পিএম, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ | ৪৭২

বাগেরহাটে ৯দিন ব্যাপি পুরোহিত প্রশিক্ষনের সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠান বৃহস্পতিবার (২২শে ডিসেম্বর) বিকেল ৪টায় রামকৃষ্ণ মিশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধি করণ কার্যক্রম (২য় পর্যায়) এর আওতায় পুরোহিতদের ৯দিন ব্যাপী হিন্দু আইন ও পূজা পদ্ধতি, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্যসেবা এবং ভুমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ক প্রশিক্ষন কর্মসূচির আওতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) ময়না ব্যানার্জী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ বাগেরহাট এর উপ-পরিচালক মোঃ শাহীনুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, বাগেরহাটের অধ্যক্ষ স্বামী গুরুসেবানন্দ, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, বাগেরহাটের জেলা সভাপতি সাধন চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং), খুলনার সুশান্ত ব্যানার্জী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত