আইন বিচার এ সংসদ বিষয়ক মন্ত্রনালয়

মোংলা সফরে আসলেন স্থায়ী কমিটির ৮ সদস্যের প্রতিনিধি দল

মোংলা প্রতিনিধি

আপডেট : ১০:০৩ পিএম, রোববার, ২৭ নভেম্বর ২০২২ | ৪২৬

আমরা আশা করছি মোংলা সাব রেজিস্ট্রি অফিসে যারা সেবা নিতে আসবে তারা কোন রকম ভোগান্তী বা হয়রানীর শিকার হবেন না। জনগণের প্রকৃত সেবা দেয়ার জন্য যা যা করার দরকার সবই আমরা সবই করবো। এছাড়া সাব রেজিস্ট্রি অফিসকে সকল সমস্যা সমাধান করে নতুন ভাবে ঢেলে সাজানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আজ বিকাল সাড়ে ৩টায় মোংলা সাব রেজিস্ট্রি অফিস পরিদর্শন কালে এ কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহিদুজ্জামান সরকার এমপি।


আইন বিচার এ সংসদ বিষয়ক মন্ত্রনালয় স্থায়ী কমিটির ৮ সদস্যের প্রতিনিধি দল মোংলা উপজেলা পরিষদে সফর করেছেন। রবিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার নির্বাহী অফিসার ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন তারা। এসময় প্রধান অতিথির সাথে বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি মোঃ আব্দুল মজিদ খাঁন এমপি, শামিম হায়দার পাটয়ারী এমপি, এ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংঙ্কার দাশ, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সাব রেজিষ্ট্রার মোঃ জোবায়ের হোসেন, সংসদীয় স্থায়ী কমিটির অন্যান্য সদস্য বৃন্দ সহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।


সাব রেজিষ্ট্রার মোঃ জোবায়ের হোসেন বলেন, মোংলা গত অর্থ বছরে সর্বোচ্চ পরিমান রাজস্ব দেয়া হয়েছে সরকারের তহবিলে। এছাড়া, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়নকেও রাজস্বের একটি অংশ দেয়া হয়েছে। মোংলা উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে এসে কেউ হয়রানী বা সেবা বিহীন ফেরত যাচ্ছেনা বলে জানায় এ কর্মকর্তা। পরে মোংলা সাব রেজিস্ট্রি অফিস পরিদর্শন করবেন এ প্রতিনিধি দলের সদস্যরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত