কচুয়ায় সার ও বীজ বিতরণ

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৬:৫৭ পিএম, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ | ১০১০

কচুয়ায় সার ও বীজ বিতরণের মধ্যদিয়ে কৃষি প্রনোদনা কর্মসুচির শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের সামনে মৌসুম: ২০২২-২৩ অর্থবছরে ধান,গম,ভুট্টা,সরিষা, সুর্যমুখী ও খেসারী ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার সরবরাহের লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসুচির অংশ হিসাবে এ বিতরণের শুভ উদ্ভোধন করা হয়।

এসময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার মো, মামুনুর রশিদ, অতিরিক্তি কৃষি অফিসার মো.সাইফুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো.হুমায়ুন কবির, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিভাষ চন্দ্র সাহা ও উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৫০ জন কৃষক,কৃষাণীর মাঝে প্রতি ৩০শতাংশ অথবা এক বিঘা জমি প্রতি এক কেজি সরিষা বীজ, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত