হাজার হাজার মানুষের কর্ম সংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি আসবে

বাগেরহাটে পর্যটন উন্নয়নে গোল টেবিল বৈঠক 

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:২১ পিএম, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ | ৪৮১

অপার সম্ভাবনা থাকা সত্বেও পর্যটন শিল্পে পিছিয়ে আছে বাগেরহাট। দেশের তিনটি ‘বিশ্ব ঐতিহ্য’ স্থানের মধ্যে দুটির অবস্থান এ জেলায়। জেলাজুড়ে অসংখ্য পুরাকীর্তি ও প্রত্নতত্ত্ব নিদর্শন ছাড়াও জেলে, মৌয়াল, কৃষক, ক্ষুদ্র নৃ-গোষ্টি ও কারুশিল্পীদের বৈচিত্র্যময় জীবনধারা ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। তবুও পর্যটনবান্ধব অবকাঠামো, সঠিক পরিকল্পনা ও উদ্যোগের অভাবে বাগেরহাটের পর্যটন শিল্পের আশানুরূপ বিকাশ হচ্ছে না।

এ অবস্থায় সমন্বিত উদ্যোগে মাস্টারপ্লান তৈরীর লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে ‘বাগেরহাটের পর্যটন উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনা শীর্ষক” গোল টেবিল বৈঠক অনুষ্টিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ খোন্দকার রিজাউল করিমের সভাপতিত্বে অনুষ্টিত এ গোল টেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার। জেলা প্রশাসন ও বাগেরহাট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্টিত এ বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, শিক্ষক, নারীনেত্রী, ট্যুর-অপারেটর, ট্যুরিষ্ট-গাইড, সাংবাদিক, ট্যুরিস্ট ক্লাব ও বিনোদন কেন্দ্র-সহ শ্রেনী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ‘যেকোনো অঞ্চলে পর্যটন বেড়ে ওঠে সঠিক পরিকল্পনা ও স্থানীয় উদ্যোক্তাদের উদ্যোগে। পদ্মা সেতু চালুর পর যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ ও সুন্দরবন ভ্রমনে দেশী-বিদেশী পর্যটকদের আগ্রহ বেড়েছে। ইতোমধ্যে তাদের আগমনের হার ক্রমশ: বৃদ্ধি পাচ্ছে। তাই এ বৈঠকের মধ্যদিয়ে সুপারিশমালার আলোকে সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে বাগেরহাটের অপার সম্ভবনাময় পর্যটন শিল্পের উন্নয়নে অতিদ্রুত মাস্টর প্লান তৈরী করে কাজ শুরু করা হবে।” তাঁর ভাষায়, এ জেলার পর্যটন শিল্প যথাযথ বিকাশ হলে অর্থনৈতিক ক্ষেত্রে বিপুল সমৃদ্ধি আসবে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মোহাম্মদ বেলায়েত হোসেন, ইউএনও মুছাব্বেরুল ইসলাম, কমলেশ মজুমদার, নূর-ই-আলম সিদ্দিকী, ষাটগম্বুজ প্রত্নতত্ত্ব অধিদপ্ত বাগেরহাটের কাস্টোডিয়ান মো: যায়েদ, অধ্যাপক বুলবুল কবির, প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সুন্দরবন রিসোর্ট এর প্রধান ডা. মোশারেফ হোসেন, এভারগ্রীন বার্ড পার্কের প্রধান নির্বাহী মো: ফজলুল করিম, নারীনেত্রী বিজিয়া পারভীন, লুনা সিদ্দিকী, তানিয়া খাতুন, মাসুমা রুনা, সুরাইয়া আক্তার, বাগেরহাট ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক মোশারেফ হোসেন, মীর ফজলে সাঈদ ডাবলু, জুম্মান শেখ, টোআস এর সভাপতি মইনুল ইসলাম, সম্পাদক আল আমীন লিটন, সাংগঠনিক সম্পাদক শাহ্ জামান খান পোপুল, সুন্দরবন ট্যুরিস্ট ক্লাবের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ বনি, সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী, আজমল হোসেন, ইয়ামিন আলী, খন্দকার আকমল উদ্দিন সাকি, ইনজামামুল হক, নৃ-গোষ্টির সভাপতি সনজিৎ পাত্র, ডিপিএফ সভাপতি বাবুল সরদার প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত