ক্রীড়া মোদীদের উচ্ছাস

বাগেরহাটে দীর্ঘ ৫ বছর পর ফুটবল লীগ শুরু 

আপডেট : ১১:০৭ পিএম, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২ | ৫১০

বাগেরহাটে দীর্ঘ ৫ বছর পর জেলা ভিত্তিক ফুটবল লীগ শুরু হয়েছে। শনিবার বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দীন ষ্টেডিয়ামে‘‘বঙ্গবন্ধু জেলা ১ম বিভাগ ফুটবল লীগ-২২’’ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

এসময় পুলিশ সুপার কে. এম. আরিফুল হক(পি.পি.এম), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য চৌধুরী জাকির হোসেন, বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি খান হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, বঙ্গবন্ধু জেলা ১ম বিভাগ ফুটবল লীগ-২২ এর পরিচালনা কমিটির আহবায়ক অমিত রায় ও এমপি শেখ হেলাল উদ্দীনের পি.এস ফিরোজুল ইসলাম বক্তব্য রাখেন।

এ লীগে ১০টি দল অংশগ্রহণ করছে। এর মধ্যে ‘ক’ বিভাগে উন্মোচন ক্লাব,টাউন ক্লাব, রাংদিয়া বয়েজ ক্লাব, আট্টাকা স্পোর্টিং ক্লাব, মুসলিম স্পোর্টিং ক্লাব এবং ‘খ’ বিভাগে ইয়ং উন্মোচন ক্লাব, আবাহনী ক্রীড়াচক্র, ইউনিয়ন স্পোটিং ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, সতীর্থ ক্লাব অংশগ্রহণ করছে। আগামী ২৬ সেপ্টেম্বর উভয় গ্রুপের চ্যাম্পিয়নদের মধ্যে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। উদ্ভোধনী খেলায় উন্মোচন ক্লাব ও মুসলিম স্পোটিং ক্লাব অংশগ্রহন করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত