বাগেরহাটে মাদক ব্যবসায়ীর তিন মাসের কারাদন্ড

স্টাফ রিপোর্টার

আপডেট : ১২:১৬ এএম, মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২ | ৩৪৯

বাগেরহাটে মোঃ লিপ্পন শেখ (১৯) নামের মাদক ব্যবসায়ীকে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৯ আগস্ট) দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এই দন্ডাদেশ প্রদান করেন। সেই সাথে ৫‘শ টাকা জরিমানার আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।


এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাট কার্যালয় অভিযান চালিয়ে শহরের দাসপাড়া রোড এলাকা থেকে মোঃ লিপ্পন শেখকে আটক করে। এসময় লিপ্পনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দন্ডাদেশপ্রাপ্ত লিপ্পন বাগেরহাট শহরের খারদ্বার এলাকার মোঃ ফারুক শেখের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিপ্তর, বাগেরহাট কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী লিপ্পনকে আটক করা হয়। পরে মাদক সেবন ও মাদক সংরক্ষনের অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত