অর্ধশতাধিক গাছ কর্তনের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৯:২৯ পিএম, সোমবার, ২২ আগস্ট ২০২২ | ৪৫৩

চিতলমারীতে ছোট ভাইয়ের অর্ধশতাধিক মেহগনি গাছ কেটে বড় ভাই বিক্রি দিয়েছে বলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রবাসী ছোট ভাইয়ের পক্ষে মেজ ভাই বাদী হয়ে এ অভিযোগটি দায়ের করেছেন। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। ঘটনার পর থেকে ওই এলাকার কয়েকটি পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।


সোমবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার বড়বাড়িয়া গ্রামের মৃত আব্দুল কালু মৃধার ছেলে তফসির মৃধা বলেন, আমাদের ছোট ভাই নাছির মৃধা আজ ২০ বছর ধরে প্রবাসী। বিদেশে থাকার সুবাদে গত ১৮ আগস্ট সকালে সেজ ভাই আলমগীর মৃধা ছোট ভাইয়ের জায়গার অর্ধশতাধিক মেহগনি গাছ কর্তন করে বিক্রি করে দেয়। খবর পেয়ে আমি বাধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে সে আমাকে হুমকি-ধামকি দেয়। এ ঘটনায় ছোট ভাই নাসির মৃধার সম্পদ রক্ষার জন্য আমি বাদী হয়ে সেজ ভাই আলমগীর মৃধার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’

আলমগীর মৃধা বলেন, ‘ওই জায়গা আমার পৈত্রিক সূত্রে পাওয়া এবং বড় ভাই তহিদুর রহমান মৃধা ও বোন রহিমুন্নেছার কাছ থেকে কেনা। সেখান থেকে আমি ১৩ টি গাছ কেটে বিক্রি করেছি।’

এ ব্যাপারে বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মুন্সি আনিচুর রহমান বলেন, ‘থানায় অভিযোগের পর স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে আমরা বিষয়টি মিমাংশা করে দিয়েছি। গাছ বিক্রির টাকা স্থানীয় একজন বিশ্বাসযোগ্য লোকের কাছে থাকবে। ছোট ভাই নাসির মৃধা বিদেশ থেকে আসলে সে ওই টাকা ফেরত পাবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত