বাগেরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:৪১ পিএম, বুধবার, ২১ মার্চ ২০১৮ | ৬৯১

বাগেরহাটে পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকা, দোকানে পন্য সামগ্রির মূল্য তালিকার বোর্ড না থাকা ও ফার্মের সোনালী মুরগী দেশী বলে বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে। বুধবার দুপুরে বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুন নাহার বাগেরহাট পুলিশ লাইনের সামনে ও শহরের বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এসময় জেলা বাজার কর্মকর্তা সুজাত হোসেন খান, ক্যাবের সাধারন সম্পাদক অরিন্দম দেবনাথ ও বাগেরহাট মডেল থানা পুলিশ এ অভিযানে অংশ নেয়।


ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুন নাহার বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, পণ্যের গায়ে মূল্য তালিকা ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় নতুন পুলিশ লাইনের সামনে দুটি মুদি মনোহরী দোকানীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকা শহরের মাছ বাজার এলাকার একটি মুদি দোকানীকে দুই হাজার ও ফার্মের সোনালী রংয়ের মুরগী দেশী মুরগী বলে বিক্রি করার অপরাধে এক মুরগী ব্যবসায়ীকে ৩ হাজার জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত