বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজে জাতীয় শোক দিবস পালন না করার অভিযোগ 

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৮:২৬ পিএম, সোমবার, ১৫ আগস্ট ২০২২ | ৪৯৮

চিতলমারী উপজেলার বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজের বিরুদ্ধে জাতীয় শোক দিবসের নানা কর্মসূচী পালন না করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বজিত বালা শিক্ষার্থী ছাড়াই জাতীয় শোক দিবস পালন করা হয়েছে বলে দাবি করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৩ সালে উপজেলার মৈজোড়া এলাকায় বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজ স্থাপিত হয়। প্রথমে এখানে কারিগরি শাখা ও পরে সাধারণ (জেনারেল) শাখা খোলা হয়। বর্তমানে কলেজটির কারিগরি শাখা এমপিওভূক্ত রয়েছে। উভয় শাখায় প্রায় ২৫০ জন শিক্ষার্থী ক্লাস করছেন। শিক্ষা প্রতিষ্ঠানটিতে ২০ থেকে ২২জন শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন। সোমবার (১৫ আগষ্ট) সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজে কোন কর্মসূচি পালন হয়নি বলে অভিযোগ উঠেছে।

বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজের শিক্ষার্থী সজিব শেখ, সাজিদ শেখ, তারেক শেখ ও নাঈম মোল্লা সাংবাদিকদের বলেন, ‘জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কোন কর্মসূচি আছে কি না, এ ব্যাপারে স্যাররা আমাদের কিছুই জানাননি। যতদুর জানি আমাদের কলেজে জাতীয় শোক দিবস পালন করা হয়নি।’


বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজের দপ্তরী মোহাম্মদ রেজাউল হোসেন বলেন, ‘১৫ আগষ্টের দিন কারিগরি শাখার সকল শিক্ষকরা কলেজে আসলেও জেনারেল শাখার কোন শিক্ষক এবং কলেজের শিক্ষার্থীরা হাজির হয়নি।’


বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজের অফিস সহকারি মোহাম্মদ ইজাবুর রহমান বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের হাজির হতে বলা হয়েছিল। কিন্তু কোন শিক্ষার্থীই উপস্থিত হয়নি।’


বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বজিত বালা বলেন, ‘কে বলেছে ১৫ আগষ্ট পালন হয়নি। আমরা কয়েকজন শিক্ষক মিলে ১৫ আগষ্ট পালন করেছি। শুধু শিক্ষার্থীরা কেউ হাজির ছিল না।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফায়েজুন্নেছা বলেন, ‘এ রকমটা হওয়ার কথা নয়। আমি খোঁজ নিয়ে দেখছি। যদি এরকম হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত