ফেনীতে সেপটিক ট্যাংকের বিস্ফোরণে নিহত তিন ভাইয়ের দাফন সম্পন্ন মোরেলগঞ্জে 

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ

আপডেট : ০১:১১ এএম, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ | ৩০৪

ফেনীতে সেপটিক ট্যাংকের বিস্ফোরণে নিহত তিন সহোদরের জানাজা শেষে মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বেলা দশটার দিকে মা-বাবার কবরের পাশে তাদেরকে সমাহিত করা হয়। নিহতরা হলেন, পঞ্চকরণ গ্রামের মৃত সৈয়দ আলী মুন্সীর ছেলে নুর ইসলাম মুন্সি(৫০), মনিরুজ্জামান মুন্সী(৪৭) ও আবদুর রহমান মুন্সি(৪৫)।
আজ বেলা ৭টার দিকে ফেনী থেকে ওই তিন ভাইয়ের মরদেহ নিয়ে বাড়ি পৌছান তাদের অপর ভাই আল-আমিন মুন্সি(৪২)। এসময় এলাকায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এলাকা জুড়ে নামে শোকের ছায়া। প্রায় ১৩ বছর ধরে ওই তিন ভাই ফেনীতে দিনমজুরী খেটে জীবীকা নির্বাহ করতেন।
স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদারসহ শতশত মানুষ তিন ভাইয়ের জানাজা নামাজে অংশ গ্রহন করেন। জেলা প্রশাসকের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকার চেক প্রদান করেন।
নিহত মনিরুজ্জামানের ২ ছেলে রয়েছে। বড় ছেলে আজম মুন্সি(২৫) গার্সেন্টস কর্মী, ছোট ছেলে গোলাম পরোয়ার(১২)। নুর ইসলাম মুন্সির স্ত্রী ও ২ ছেলে রয়েছে।
প্রসংগত, গত মঙ্গলবার(২৬ জুলাই) ফেনী শহরের নাজির রোড এলাকার রুহুল আমিন ভবনের নিচতলার একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন ওই তিন ভাই। ওই সময় কক্ষের নীচে থাকা সেপটিক ট্যাংক বিকট শব্দে বিস্ফোরণ হলে এ দুর্ঘটনা ঘটে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত