বাগেরহাটে দু‘দিন ব্যাপি তথ্যমেলার উদ্বোধন

শেখ আহসানুল করিম

আপডেট : ০৫:২৯ পিএম, বুধবার, ১৪ মার্চ ২০১৮ | ৮৫৬

বাগেরহাট স্বাধীনতা উদ্যানে দু‘দিন ব্যাপি তথ্যমেলা শুরু হয়েছে। বুধবার সকালে এ তথ্য মেলার উদ্বোধন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষ্যে বাগেরহাট জেলা প্রশাসন ও সনাক এ তথ্য মেলার আয়োজন করেছেন।


জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস এর সভাপতিত্বে ‘তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়নের দায়িত্ব সকলের’ শীর্ষক এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল, দুপ্রক সভাপতি ও শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফ্র হোসেন, সনাক সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রব, জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. এ কে আজাদ ফিরোজ টিপু, বাগেরহাট প্রেসকাবের সভাপতি আহাদ হায়দার, জেলা সহকারি তথ্য কর্মকর্তা পাভেল দাশ, টিআইবি‘র প্রোগ্রাম অফিসার রাজেশ অধিকারী প্রমুখ।


বক্তাগণ বলেন, তথ্য অধিকার মানুষের অনেক গুলো অধিকারের মধ্যে অন্যতম। সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য এ আইন অত্যান্ত কার্যকর। তাই সকলের দায়িত্ব সঠিক তথ্য প্রদান করা। তথ্যমেলায় সরকারি বে-সরকারি বিভিন্ন সেবাপ্রদানকারী ২১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত