রামপালে রথযাত্রার উদ্ভোধনে বণ ও পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৭:৩০ পিএম, শুক্রবার, ১ জুলাই ২০২২ | ৩১৩

রামপালে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রার উদ্ভোধন করেছেন বন ও পরিবেশ মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার ৷ শুক্রবার সকালে তিনি উপজেলার হুড়কা গ্রামে অনুষ্ঠিত রথযাত্রার শুভ উদ্বোধন করেন এবং আগত সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও শোভাযাত্রায় অংশগ্রহন করেন ৷
হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন ৷ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুদ্দীন, ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান, হুড়কা সার্বজনীন ঝলমলিয়াশ্বরী মন্দির কমিটির সভাপতি পুস্পজিৎ মন্ডল, সাধারন সম্পাদক দিব্যেন্দু বোস, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক বিচিত্র বীর্য পাড়ে, শিশির মন্ডল, ছাত্র লীগের সহ-সভাপতি কল্লোল বিশ্বাসসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত