মোল্লাহাটে মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন বিষয়ক কর্মশালা

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৯:৫৬ পিএম, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ | ৫৪৯

মোল্লাহাটে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্ম পরিকল্পনা ( Comprehensive Active Plan) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে যুক্ত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মো. আজিজুর রহমান। আলোচক ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা।


এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, কে,আর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান সজল, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান মিয়া, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, শিক্ষা সুপারভাইজার রাম পদ বিশ্বাস, সহকারী শিক্ষা কর্মকর্তা শর্মিষ্ঠা মন্ডল প্রধান শিক্ষক বিন্দু প্রাসাদ রমেশ চন্দ্র খান ও মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত