মাদকমুক্ত সমাজ গড়তে সকলে পুলিশকে সহযোগীতা করুন: পুলিশ সুপার 

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ

আপডেট : ১০:৪৪ পিএম, রোববার, ৫ জুন ২০২২ | ৫৩৫

বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. আরিফুল হক বলেছেন, ‘সমাজে যত ধরণের অশান্তি, বিশৃংখলা ও অপরাধের ঘটনা ঘটছে তার বেশীর ভাগই মাদকের কারনে। মাদক সেবীরা এক সময় অর্থের প্রয়োজনে চুরি, ছিনতাই, মারপিটসহ নানা ধরণের অপরাধের সাথে জড়িয়ে পড়ে। মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ শক্তি ও কৌশল প্রয়োগ করবে। মাদকমুক্ত সমাজ গড়তে সকলে পুলিশকে সহযোগীতা করুন’। বিকেলে মোরেলগঞ্জের পুটিখালী ইউনিয়ন পরিষদ মাঠে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।



ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট সদর ও মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. তাজিনুর রহমান পলাশ। স্বাগত বক্তৃতা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত