মোরেলগঞ্জে পনেরো বছর পরে দখলমুক্ত হল সরকারি খাল

মশিউর রহমান মাসুম,মোরেলগঞ্জ

আপডেট : ০৬:৪৫ পিএম, বুধবার, ১ জুন ২০২২ | ৮০৭

মোরেলগঞ্জে একটি খালের বাঁধ কেটে প্রভাবশালীদের কবল হতে দখলমুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বুধবার বেলা ১০টার দিকে গোয়ালডাঙ্গা ও বৈদ্যরজান খাল দুটিতে থাকা বাঁধগুলো কেটে পানি প্রবাহ স্বাভাবিক করেন।



প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘ এ খাল দুটি কমপক্ষে ১৫ বছর ধরে স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিরা ১৫-২০টি বাঁধ দিয়ে মাছ চাষসহ ব্যাক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করে আসছিলো। ফলে শতশত একর জমিতে ধানচাষ ব্যাহত হত। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হতো কয়েকটি গ্রামে।



এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আজ সকাল থেকে স্ক্যাবেটর (ভেকু মেশিন) দিয়ে দৈবজ্ঞহাটির দুটি খালের বাঁধগুলো কেটে পানি চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করা হয়েছে। খাল দুটি প্রায় ১৫ বছর ধরে ব্যাক্তি মালিকানায় ছিলো। এ উপজেলায় অনেক সরকারি খাল স্থানীয় লোকজন বাঁধ দিয়ে দখল করে রেখেছেন। যা পর্যায়ক্রমে উন্মুক্ত করে দেওয়া হবে। বাঁধ কেটে খাল উন্মুক্ত করার সময় ইউনিয়ন চেয়ারম্যান সামসুর রহমান মল্লিক ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত