মোংলায় বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল খেলার উদ্বোধন

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৬:১২ পিএম, শনিবার, ২১ মে ২০২২ | ৪৫৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ টুর্ণামেন্ট ফুটবল খেলার আয়োজন করেছে মোংলা উপজেলা পরিষদ । (অনূর্ধ্ব ১৭) বছর বয়সের বালকদের নিয়ে শনিবার সকাল সাড়ে ১০ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মাঠে এ খেলার শুভ উদ্বোধন করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১মে) সকাল সাড়ে ১০টায় বন্দর নগরী মোংলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় আনুষ্ঠানিক ভাবে বালক এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।
এ ফুটবল খেলায় মোংলা উপজেলা, পৌরসভা ও ৬ টি ইউনিয়নের ৮ টি দল অংশ নিবে। তার মধ্যে সকাল ১১ টায় সোনাইলতলা ইউনিয়ন বনাম সুন্দরবন ইউনিয়ন। বিকাল ৩ টায় মিঠাখালী ইউনিয়ন বনাম বুড়িরডাঙ্গা ইউনিয়ন ও বিকাল ৪ টা ৪০ মিনিটে উপজেলা পরিষদ বনাম চিলা ইউনিয়ন পরিষদ দল প্রথম দিনের খেলায় অংশ গ্রহন করবে। ২২মে রোববার বিকাল ৩ টা ১৫ মিনিটে চাঁদপাই ইউনিয়ন বনাম মোংলা পোর্ট পৌরসভার বালক খেলোয়ার দল অংশ নিবে। আর ২৩ মে বিকাল সাড়ে ৪টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এ খেলায় বিজয়ী দল পরবর্তীতে জেলা ও বিভাগীয় খেলায় অংশ নিবে। এর পর যাচাই-বাছাইয়ের ফলে জাতীয় দলে খেলার সুযোগ পাবে (অনুর্ধ্ব ১৭) বছর বয়সের বালক খেলোয়ারেরা।
তিন দিন ব্যাপি এ খেলায় মোংলা শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে শনিবার সকাল সাড়ে ১০ টায় উদ্বোধনী এ খেলার উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, পৌর মেয়র বীর সুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম ইজারাদার, সাবেক উপজেলা ভাইস চেযারম্যান শেখ নুর আলম, মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মনিরুল ইসলাম, মিডিয়াকর্মী মাহমুদ হাসান সহ আরো অনেকে।
উদ্বোধনের পর প্রথম খেলায় মাঠে নামেন সুন্দরবন ইউনিয়ন বনাম সোনাইলতলা ইউনিয়নের খেলোয়ার বালক দল। উভয় পক্ষের ০১-০১ গোলে ড্র হওয়ায় ট্রাইবেকারে সুন্দরবন ০৪ ও সোনাইলতলা ০৩ গোল করে। এতে সুন্দরবন ইউনিয়ন পরিষদ বালক দল ৪-৩ গোলে সোনাইলতলা ইউনিয়ন পরিষদ বালক দলকে পরাজিত করে। তাই সেমি ফাইনালে সুন্দরবন ইউনিয়ন পরিষদ দল এগিয়ে রয়েছে।
বঙ্গবন্ধু গোল্ডকাপ এবারের টুর্নামেন্টে মোংলা উপজেলার ৮ টি দল খেলায় অংশ গ্রহন করবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত