১১ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

চিতলমারীতে পাটের গোডাউনে অগ্নিকান্ড

চিতলমারী সংবাদদাতা

আপডেট : ১২:৫৯ পিএম, শুক্রবার, ৯ মার্চ ২০১৮ | ৫৫০

চিতলমারীতে পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে সাড়ে ৪ শত মন পাটপুড়ে ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ১১ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান। অগ্নিকান্ডের খবরপেয়ে টুঙ্গীপাড়া থেকে আসা ফায়ার সার্ভিসের অফিসার মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল আগুন নিয়ন্ত্রনে আনে। ৮মার্চ দুপুরে উপজেলার শৈলদাহ বাজারে এঘটনাটি ঘটেছে। এঘটনা নিয়ে একই পাট ব্যবসায়ীর পরস্পর দুই বারের মত ক্ষতির সম্মুক্ষীন হতে হয়েছে বলে তিনি জানিয়েছেন।


শৈলদাহ বাজারের ভুক্ত ভোগী পাট ব্যবসায়ী লিয়াকত আলী শিকদার বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, ঘটনার সময় তিনি গোডাউনে না থাকায় কে-বা কারা হয়তো পেট্রোল ঢেলে শত্রুতা মুলক ভাবে এ ঘটনা ঘটিয়েছে। কারন হিসেবে তিনি বলেন একই ভাবে প্রায় ২মাস পূর্বে তার পাটের গোডাউনে আগুন দেয়া হয়েছিল আমি বর্তমানে সর্বশান্ত হয়ে পড়েছি। এব্যপারে তিনি চিতলমারী থানায় প্রাথমিক ভাবে একটি সাধারন ডায়েরী করেছেন । সরেজমিনে স্থানীয় এস্কেন্দার মোল্যা,আকবার শেখ ও শিপন শেখ সহ অনেকে জানান এটা একান্তই শত্রুতা মুলক ঘটনা। একাজের সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করা উচিৎ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত