বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে

শরণখোলায় শ্রমিকের মৃত্যু, আহত-২

শরণখোলা সংবাদদাতা

আপডেট : ০৬:৩৬ পিএম, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭ | ৪৯৬

শরণখোলায় বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে হালিম খান (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় বিশ্বজিত মজুমদার (৪০), ও রুবেল হাওলাদার (২৫) নামের দুই শ্রমিক গুরুতর আহত হন।


মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার রাজৈর গ্রামের ব্র্যাক অফিসের সামনে বিদ্যুতের খুঁটিবাহী ঠেঁলাগাড়ী উল্টে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


পুলিশও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার নলবুনিয়া গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ স্থাপনের কাজে নিয়োজিত শ্রমিকরা ঠেঁলাগাড়ি ও নসিমনে করে আরসিসি বিদ্যুতের খুঁটি নিয়ে যাচ্ছিলেন। এসময় হঠাৎ করে ঠেঁলাগাড়ি উল্টে রাস্তার খাদে পড়ে যায়। এসময় ঠেঁলাগাড়ির উপরে বসে থাকা ৩ শ্রমিক গাড়ির নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই হালিম খান মারা যান। নিহত শ্রমিক উপজেলার পশ্চিম খোন্তাকাটা চাড়ারপাড় গ্রামের মৃত. মতিয়ার খানের ছেলে।
শরণখোলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, নিহত শ্রমিকের লাশ শরণখোলা হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত