সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সভায় রুহিন হোসেন প্রিন্স

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প দেশের উপর ঋণের বোঝা বাড়াবে

প্রেস বিজ্ঞপ্তি

আপডেট : ০৮:৩৭ পিএম, রোববার, ১০ এপ্রিল ২০২২ | ৫০৮

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সংগঠক রুহিন হোসেন প্রিন্স রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল না করায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অপ্রয়োজনীয় ও ক্ষতিকর এ প্রকল্প সুন্দরবন ধ্বংস করবে। দেশের উপর ঋণের বোঝা বাড়াবে। ভারতের সাথে বন্ধুত্বের ক্ষেত্রে সংকট তৈরি করবে। তিনি বলেন, সুন্দরবন বিশ্ব ঐতিহ্য। এ বন দক্ষিণাঞ্চলের মানুষসহ দেশবাসীকে ঝড়-দুর্যোগ থেকে বাঁচায়। এ সুন্দরবনসহ পরিবেশ রক্ষায় আমাদের দেশের মন্ত্রী আমলারা বিদেশে যেয়ে সুন্দর সুন্দর কথা বললেও সুন্দরবন রক্ষায় পদক্ষেপ নেননি। তাদের কলমে খোঁচায় লাল ক্যাটাগরির শিল্প সবুজ ক্যাটাগরি হয়ে যায়। সুন্দরবনের ভিতর অবাধ পর্যটন, নানা স্থাপনা তৈরি করে পুরো জীববৈচিত্র্য ধ্বংস করা হচ্ছে। তিনি সুন্দরবন রক্ষায় ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।


রবিবার বেলা ১টায় সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির খুলনা জেলা শাখার এক সভায় তিনি এসব কথা বলেন।

সংগঠনের খুলনা জেলা শাখার আহ্বায়ক এস এম শাহনওয়াজ আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব এ্যাড. মোঃ বাবুল হাওলাদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, সিডিপি’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী এস এম ইকবাল হোসেন বিপ্লব, যুব ইউনিয়ন মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, ছায়াবৃক্ষের মাহবুব আলম বাদশা, ছাত্র ফেডারেশন মহানগর সভাপতি আল আমিন, উন্নয়ন কর্মী আসলাম হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত