রামপালে মৎস্যঘের রক্ষায় আদালতে মামলা, ১৪৪ ধারা জারি

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৮:৫৬ পিএম, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২ | ৭২৪

রামপালে মৎস্য ঘের ব্যবসায়ী তার ভোগদখলীয় ঘের রক্ষায় আদালতে মামলা দায়ের করেছেন। বাগেরহাটের বিজ্ঞা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে তর্কিত জমিতে ১৪৪ ধারা জারি করেন। যার নম্বর ৪৫৬/২০২২।

গত ২৮ মার্চ বাগেরহাটের অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে মো. এনায়েত হাওলাদারের পক্ষে মামলাটি করেন মাসুম হাওলাদার। মামলার এজাহারে উল্লেখ করা হয়, রামপাল উপজেলার জেএল ১৫৫ নং চকবেতকাটা মৌজার এসএ খতিয়ান ৪৫ এর ১৪০৩, ১৪০৪, ১৪০৫, ১৪১৩, ১৪০০ দাগের ১৯.৬১ একর জমির মধ্যে খরিদকৃত ৪.২৮ একরের মধ্যে ১.৫০ একর নালিশী জমি। যার ১৪০৩ দাগের মধ্যে ১.৫০ একর জমি। যা প্রতিপক্ষ কবির ও সোহেলগংরা দখল নিতে চান। বিজ্ঞ আদালতের আদেশে রামপাল থানা পুলিশ তর্কিত জমিতে ১৪৪ ধারা জারি করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত