ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

রামপালে সমিতির নামে টাকা আত্মসাৎ

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৬:০২ পিএম, বুধবার, ৩০ মার্চ ২০২২ | ১১৯৭

রামপালে একটি সমিতির পরিচালক ও তার কর্মীদের বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার বিকাল সাড়ে ৫ টায় রামপাল সদরে অস্থায়ী প্রেসক্লাবে ভুক্তভোগী এস,এম রুহুল আমীন লিখিত বক্তব্যে জানান, রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের শ্রীরম্ভা গ্রামের নূর আলীর পুত্র নাজমুল হাসান সোহাগ স্বনির্ভর ক্ষুদ্র সমবায় সমিতি লিঃ নামে একটি সমিতি করেন। ওই সমিতির পরিচালক নাজমুল হাসান সোহাগ ও তার কর্মী বিপ্লব অধিকারী এবং এনামুল শেখ কিস্তির মাধ্যমে ৭ লক্ষ ১১ হাজার টাকা আত্মসাৎ করেন। প্রায় ৪ বছর ধরে টাকা নিলেও মূল টাকাসহ লভ্যাংশও আত্মসাৎ করেন। টাকা চাইলে ওই নাজমুল সোহাগ আমাদের ভয়ভীতি দেখায়। তিনি প্রশাসনের মাধ্যমে টাকা ফেরতসহ দায়ীদের বিরুদ্ধে শাস্তি দাবি করেন।সংবাদ সম্মেলনে তার সাথে বেশ কয়েকজন ভুক্তভোগী উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে নাজমুল হাসান সোহাগের সাথে কথা বলার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত