বাগেরহাটে ভ্যাকসিন রেজিস্টেশন ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:৩৬ পিএম, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২ | ৩৯৭

বাগেরহাটে প্রযুক্তির বাইরে থাকা সাধারণ মানুষকে ভ্যাকসিন সুবিধার আওতায় আনতে বিনামূল্যে তিন শতাধিক মানুষকে অনলাইন নিবন্ধন করে দিয়েছেন স্বেচ্ছাসেবকরা। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়ন পরিষদে ঝঈজঊঅগ প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এই রেজিস্ট্রেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।


সকালে ক্যাম্পেইনের উদ্ধোধন করেন বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর। এসময় উপস্থিত ছিলেন স্ক্রিম প্রকল্পের ডিস্ট্রিক অফিসার আলমগীর হোসেন মিরু, ফিল্ড অফিসার শিল্পী রানী ডাকুয়া, ফিল্ড অফিসার ইমরান আল মুন্না। এছাড়া ইয়ূথ গ্রুপের সভাপতি তানজীম আহমেদ, সাধারণ সম্পাদক টুম্পা আক্তার মীম, স্থানীয় জনপ্রতিনিধি সহ ইয়ূথ গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


ঝঈজঊঅগ প্রকল্পের ডিস্ট্রিক অফিসার আলমগীর হোসেন মিরু বলেন, অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া করোনা ভ্যাকসিন গ্রহণের সুযোগ নেই। তাই সাধারণ মানুষের সুবিধার্থে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, রূপান্তরের সহযোগীতায় আমরা জনসাধারণকে বিনামূল্যে করোনার টিকার রেজিস্ট্রেশন করে টিকাকার্ড প্রিন্ট করে দিচ্ছি।


বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর বলেন, প্রযুক্তির বাইরে থাকা মানুষদের টিকার আওতায় আনতে এ ধরনের উদ্যেগ নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত