মোরেলগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধি সংরক্ষণ ও উন্নয়ন কাজের উদ্বোধন

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৯:০৬ পিএম, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২ | ৫৪২

মোরেলগঞ্জের ২৩ জন বীর শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। এতে ব্যয় হবে প্রায় ৪৬ লাখ টাকা। মঙ্গলবার বেলা ৩ টায় সহকারি কমিশনার (ভূমি) মো. আলী হাসান এ কাজের উদ্বোধন করেন। এদিন কুঠিবাড়ী এলাকার শহীদ আবু বক্কর সিদ্দিক তালুকদার এর কবর পাকা করণ কাজ শুরু করা হয়।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান, শহীদ আবু বকর এর ছোট ভাই মো. আবু জালাল টুনু, ঠিকাদারি প্রতিষ্ঠান সুন্দরবন কন্সট্রাকশন এর নির্বাহী পরিচালক আল মামুন উপস্থিত ছিলেন।মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের শহীদ মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় মোরেলগঞ্জে ২৩ টি সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন করা হবে বলে জানা গেছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত