রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবীতে

বাগেরহাটে গনমিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:২৫ পিএম, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭ | ৯৯১

গনমিছিল

রোহিঙ্গাদের অমানবিক নির্যাতন, ধর্ষন, হত্যার প্রতিবাদে বাগেরহাটে তৌহিদি জনতার ব্যানারে গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাগেরহাট শহরের নূর মসজিদ মোড় এলাকা থেকে গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট প্রেসকাবের সামনে সমাবেশে মিলিত হয় । মিছিলে অংশ গ্রহনকারীরা অং সান সুচির কুশপুত্তলিকা দাহ করে।

পরে সেখানে সমাবেশে বক্তব্য দেন তৌহিদি জনতার আহবায়ক মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকী, সদস্য সচিব মুফতি রফিকুল ইসলাম, মাওলানা আবুল কালাম, মাওলানা আবুল কাশেম, হাফেজ শহিদুল্লাহ প্রমূখ।

বক্তারা প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে শক্ত অবস্থানে থেকে বিশ্ব নেতাদের সহযোগিতা নিয়ে অং সান সুচিকে চাপ প্রয়োগ করে অবিলম্বে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার দাবি জানান। সমাবেশ শেষে রোহিঙ্গাদের কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত