কচুয়ায় পলিত হচ্ছে জাতীয় শোক দিবস

কচুয়া প্রতিনিধি

আপডেট : ১২:২৯ পিএম, শনিবার, ১৫ আগস্ট ২০২০ | ৭১৪

কচুয়ায় করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ন্ত্রিত পরিবেশে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস ২০২০। দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পু®পার্ঘ অর্পণ করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ তন্ময় মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম.মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো.নাজমুল হাসান, ওসি তদন্ত মো.ইকবাল হোসেন সরদার।

এছাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে, ইউনিয়ন ও ওয়ার্ড কার্যালয়ে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত