বাগেরহাটে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

স্টাফ রিপোর্টার

আপডেট : ০২:৫৮ পিএম, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮ | ৯৪৭

বাগেরহাটে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার ফজরের নামাজের পর তাবলীগ জামায়াতের আমীর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়।


আগামী ৩ দিনে পর্যায়ক্রমে দেশি-বিদেশি ধর্মীয় নেতারা ইজতেমায় গুরুত্বপূর্ণ বয়ান করবেন। বাগেরহাট শহরের নুর মসজিদ সংলগ্ন সরকারি স্কুল মাঠ এলাকায় ১০ একর জমিতে এবারের জেলা ইজতেমার আয়োজন করা হয়েছে। একই সাথে দুই লাখ মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে এখানে। এছাড়া এক লাখ লোকের এক সাথে বয়ান শোনার ব্যবস্থা করা হয়েছে । মুসল্লিদের জন্য টয়লেট, ওজুর জন্য ট্যাপ কল ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে।

আগামী শনিবার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।

এদিকে ইজতেমায় তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানিয়েছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাব উদ্দিন। তিনি বলেন, অফিসারসহ সাড়ে ৩ শতাধিক পুলিশ নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত