আলোকিত ও মানবিক মোল্লাহাট বিনির্মাণে

মোল্লাহাটে ফ্রীল্যান্সিং ও ইংরেজী প্রশিক্ষণ

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৪:২১ পিএম, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১ | ৪১৪

মোল্লাহাটে "আলোকিত ও মানবিক মোল্লাহাট" বিনির্মাণে মুজিববর্ষে মোল্লাহাট উপজেলার ৩০০ জন বেকার যুবক-যুবতীকে ফ্রীল্যান্সিং ও ইংরেজী প্রশিক্ষণের জন্য প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আলোকিত ও মানবিক মোল্লাহাট বিনির্মাণের পরিকল্পনাকারী মোঃ ওয়াহিদ হোসেন প্রাথমিকভাবে ১৫০ জনকে নির্বাচন করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, যেসকল বেকার যুবক-যুবতী কাজ করতে আগ্রহী এমন ১৫০ জনকে প্রাথমিক ভাবে নির্বাচন করা হয়েছে। তাঁদের প্রশিক্ষণের মাধ্যমে ফ্রীল্যান্সিং ও ইংরেজী প্রশিক্ষণে দক্ষ করে গড়ে তোলা হবে।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল।

এছাড়া উপজেলা তথ্য কর্মকর্তা যুথিকা বিশ্বাসসহ ফ্রীল্যান্সিং ও ইংরেজী প্রক্ষিশণে আবেদনকারী বেকার যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত