কর্মকর্তা,রাজনীতিবিদের মিলনমেলা

৫বছরে বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম 

কচুয়া প্রতিনিধি 

আপডেট : ০২:১৪ পিএম, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ | ৯৪২

বাগেরহাটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম এর ৫ বছরে পদার্পন উপলক্ষে নানা কর্মসুচি গ্রহন করা হয়েছে। বুধবার দুপুরে কচুয়া প্রেসক্লাবের আয়োজনে মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।


বাগেরহাট টুয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার,উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল, উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ,কচুয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) মো.মনিরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো.আনিসুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সমাজসেবা কর্মকর্তা মো.হাসিবুর রহমান, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জণ সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার,যুব উন্নয়ন কর্মকর্তা মো.জাহিদুর রহমান, ওসি তদন্ত সরদার ইকবাল হোসেন, সরকারী শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হরপ্রসাদ মিস্ত্রি,কচুয়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাজমুল হুদা মিয়া,শহীদ শেখ ফজলুল হক মনি কারীগরী কলেজের অধ্যক্ষ নরেশ চন্দ্র অধিকারী সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদের সঞ্চালনায় রাজনৈতি নেতৃবৃন্দের মধ্যে জেলা আ.লীগের সহসভাপতি ফরিদা আক্তার বানু লুসি, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, উপজেলা আ.লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো.সাইফুল ইসলাম, সহসভাপতি হাজরা ওবায়দুর রেজা সেলিম, সাধারন সম্পাদক শিকদার আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমান, কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান পংকজ কান্তি অধিকারী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বালী শোকরানা রব্বানী আজাদ, মহিলা আ.লীগের সাধারন সম্পাদক কাজল রানী মন্ডল, শ্রমিকলীগের সভাপতি খান শহিদুল ইসলাম,সাধারন সম্পাদক শেখ সাদিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ সাজ্জাদুল ইসলাম সুমন,সাধারন সম্পাদক কাজী শহিদুল ইসলাম, যুবমহিলালীগের সভাপতি তানিয়া আক্তার,সাধারন সম্পাদক আফসানা মিমি,তাঁতীলীগের আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, মৎস্যজীবীলীগের সভাপতি শিকদার রিপন সহ সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত