ফকিরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও প্রজেক্টর প্রদান

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:১৯ পিএম, বুধবার, ১৮ আগস্ট ২০২১ | ৪৯২

ফকিরহাট উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জাইকার অর্থায়নে ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের মাল্টি মিডিয়া ক্লাস রুমের জন্য ১৫টি প্রজেক্টর ও ৬টি বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়েছে।

এসময় একই প্রকল্পের আওতায় বেতাগা ও ফকিরহাট সদর ইউনিয়নে বর্জ্য নিস্কাশনের জন্য দুইটি ইঞ্জিন চালিত ভ্যান ও ৮২টি ডাষ্টবিন প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান এর নিজস্ব কার্যালয়ে স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট এই প্রজেক্টর ও ল্যাপটপ প্রদান করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এগুলি বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, প্রকল্পের ইউডিএফ দীপঙ্কর কুমার মল্লিক, একাডেমিক সুপারভাইজার মো: আসাদুজ্জামান, জেলা পরিষদ সদস্য শেখ আ: রাজ্জাক, বেতাগা ইউপি চেয়ারম্যান মো: ইউনুস আলী শেখ, ইউপি সদস্য মো: সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক অসিম কুমার মজুমদার, সমীর কুমার মন্ডল ও প্রহলাদ হীরা প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত