চিতলমারীতে করোনা রোধে ১৭ টি মামলায় ৫৪০০ টাকা অর্থদন্ড

চিতলমারী প্রতিনিধি 

আপডেট : ০৮:৪৪ পিএম, বুধবার, ৩০ জুন ২০২১ | ৬৭৫

চিতলমারীতে সরকারি নির্দেশ অমান্য করায় ১৭ জনকে ভ্রাম্যমান আদালত অর্থদন্ড দিয়েছেন। বুধবার (৩০ জুন) দুপুরে উপজেলার সদর বাজারে অভিযান চালিয়ে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা এ অর্থদন্ডাদেশ দেন। করোনা রোধে এ সময় ১৭ টি মামলার মাধ্যমে মোট ৫ হাজার ৪০০ টাকা আদায় করা হয়। সেই সাথে তাদেরকে সরকারি আদেশ মানার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা জানান, সরকারি নির্দেশ অমান্য করায় উপজেলা সদর বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ১৭ জনকে অর্থদন্ডাদেশ দেয়া হয়। সেই সাথে তাদেরকে সরকারি আদেশ মানার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া মোবাইল কোর্টের অভিযান পরিচালনার সময় ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক বিতরণ ও সরকারি বিধিনিষেধ পালনে সবাইকে উৎসাহিত করতে মাইকিং করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত