মোংলায় অনুকুলে আসছেনা করোনা সংক্রমন

মোংলা প্রতিনিধি

আপডেট : ০২:৪০ পিএম, শনিবার, ২৬ জুন ২০২১ | ৬৯৯

মোংলায় লকডাউন বা কঠোর বিধি নিষেধ আরোপ করলেও কোন কিছুতেই অনুকুলে আসছেনা মহামারী করোনা ভাইরাস সংক্রমন। ২৪ ঘন্টার ব্যবধানে মোংলায় করোনা রোগীর শনাক্তের হার অস্বাভাবিক হারে বেড়েছে। ৩১ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬৫ শতাংশ। বাগেরহাট টুয়েন্টি ফোরকে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের প্রধান ডাঃ জীবিতেষ বিশ্বাস।



করোনা সংক্রমণের হার উর্ধ্বমুখী হওয়ায় ২৪ জুন ভোর থেকে চলমান কঠোর বিধি নিষেধ আরও সাত দিন বাড়ানো হয়েছে বলে বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। গত তিন দিনের ব্যবধানে অস্বাভাবিক হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আতংকগ্রস্ত হয়ে পড়েছেন স্থানীয়রা।


উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সরকারি হাসপাতালে করোনা ডেডিকেটেড আইশোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন ৭জন রোগী। ৫২২জন আক্রান্তের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ শ ১৫জন।

এদিকে উপজেলা প্রশাসন, কোষ্টগার্ড ও মোংলা থানা প্রশাসনের নিষেধাজ্ঞা কাউকেই মানতে দেখা যায়নি। দোকানপাট খোলা রয়েছে, এমনকি যান চলাচলও ছিল আগের মতো স্বভাবিক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত