মাদকসেবীকে তিন মাসের জেল দিলেন ভ্রাম্যমাণ আদালত

মহিদুল ইসলাম, শরণখোলা 

আপডেট : ০৯:৪২ পিএম, মঙ্গলবার, ২২ জুন ২০২১ | ৫৫৩

প্রতিকী ছবি

শরণখোলায় অপরিশোধিত বার্নিশ স্পিরিট ব্যবসায়ী ও এক মাদকসেবীকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব খাদা গ্রাম থেকে মাদক সেবন অবস্থায় আসাদ তালুকদারকে (৪৩) এবং আমড়াগাছিয়া বাজার থেকে ব্যবসায়ী বেল্লাল মাতুব্বরকে (৪৮) আটক করা হয়।


পরে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসাদ তালুকদারকে তিন মাসের বিনাশ্রম কারাদ-, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের কারাদ-াদেশ প্রদান করেন। এছাড়া, অপরিশোধিত স্পিরিট বিক্রির অপরাধে মেসার্স বেল্লাল এন্টারপ্রাইজের মালিক বেল্লাল মাতুব্বরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট সরদার মোস্তফা শাহিন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে মাদকসেবী ও অবৈধ স্পিরিট কারবারিকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে জেল জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত