মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে

কচুয়ায় উপজেলা নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৬:০৩ পিএম, শুক্রবার, ১৮ জুন ২০২১ | ৮৮৬

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে বাগেরহাটের কচুয়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল এর সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিংয়ে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজমা সরোয়ার,ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ,প্রেসক্লাব সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল।

আগামি (২০ জুন) রবিবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ২য় পর্যায়ে সারাদেশে ৫৩ হাজর ৩৪০টি পরিবারকে জমিসহ গৃহ প্রদানের উদ্বোধন করবেন। ওইদিন কচুয়া উপজেলায় ১৭টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

এসময়ে কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি তুষার রায় রনি, সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ, সহ-সভাপতি সমির বরণ পাইক, যুগ্ম সাধারন সম্পাদক সুপার্থ কুমার মন্ডল,অর্থ সম্পাদক রথিন্দ্র নাথ সাহা,নির্বাহী সদস্য সুভংকর দাস বাচ্চু,খান সুমন,প্রদ্যুৎ কুমার মন্ডলসহ প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত