বাগেরহাটে সপ্তাহব্যাপি ডিজিটাল লিটারেসি প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার

আপডেট : ০১:৩০ পিএম, সোমবার, ১৪ জুন ২০২১ | ৯৯৮

সমাজে পিছিয়ে পড়া যুব নারীদের জন্য বাগেরহাটে সপ্তাহব্যাপি ডিজিটাল লিটারেসি প্রশিক্ষণ শুরু হয়েছে। বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে ও একশনএইড বাংলাদেশের সহযোগীতায় রবিবার (১৩ জুন) সকাল থেকে বাঁধনের আইসিটি সেন্টারে এ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।


বাগেরহাট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোহাম্মদ আজগর আলী প্রধান অতিথি হিসাবে এ প্রশিক্ষনের উদ্বোধন করেন। বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে প্রশিক্ষনের ট্রেইনার হিসাবে ছিলেন একশনএইড এর ইন্সপাইরেটর ওবায়দুল্লাহ আল ইমন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাঁধনের (এফোরআই) প্রকল্পের সম্বনয়কারী খোন্দকার মুশফিকুল ইসলাম, বাঁধনের (প্যাটপিআই) প্রকল্পের সম্বনয়কারী সোহাগ হাওলাদার। সপ্তাহব্যাপি এ প্রশিক্ষনে চার ব্যাচে বাঁধনের বিভিন্ন যুব সংগঠনের পিছিয়ে পড়া ১শ যুব নারীকে প্রশিক্ষন দেয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত