চিতলমারীর ৭ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

এস এস সাগর

আপডেট : ১২:২৮ এএম, রোববার, ১৪ মার্চ ২০২১ | ২৫১৬

চিতলমারীর ৭ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

বাগেরহাটের চিতলমারী উপজেলার ৭টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে দেশের ৩৭১ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার (১৩ মার্চ) দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর আগে গত ৫ মার্চ থেকে এই নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে দলটি।


চিতলমারী উপজেলার ৭ ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনয়ন প্রাপ্তরা হলেন, ১নং বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদে মোঃ মাসুদ সরদার, ২নং কলাতলা ইউনিয়ন পরিষদে মোঃ বাদশা মিয়া, ৩নং হিজলা ইউনিয়ন পরিষদে কাজী আবু সাহিন, ৪নং শিবপুর ইউনিয়ন পরিষদে মোঃ অলিউজ্জামান, ৫নং চিতলমারী সদর ইউনিয়ন পরিষদে মোঃ নিজাম উদ্দিন শেখ, ৬নং চরবানিয়ারী ইউনিয়ন পরিষদে অর্চনা দেবী বড়াল (ঝর্ণা) ও ৭নং সন্তোষপুর ইউনিয়ন পরিষদে বিউটি আক্তার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত