চিতলমারীতে একই সাথে দুই’বোনের আত্মহত্যা

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৭:৪০ পিএম, বুধবার, ৩ মার্চ ২০২১ | ১৩০৫

প্রতিকী ছবি

চিতলমারীতে প্রীতি বেগম (১৮) ও বৃষ্টি বেগম (১৯) নামের আপন দুই চাচাতো বোন একই ঘরে বিষপানে আত্মহত্যা করেছেন। বুধবার (৩ মার্চ) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। বৃষ্টি বেগম চিতলমারী উপজেলার আড়ুয়াবর্ণি গ্রামের শামিমের স্ত্রী ও প্রীতি বেগম যশোর সদর উপজেলার দেলোয়ার খানের স্ত্রী।

মঙ্গলবার গভীর রাতে তারা দুইজন প্রীতি বেগমের পিতা আব্দুল খানের গ্রামের বাড়ি চিতলমারী উপজেলার কানচক গ্রামের একটি ঘরে বসে বিষপান করেন। পরে পরিবারের লোকজন টেরপেয়ে রাতেই তাদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তাদের দুজনেরই একজন করে সন্তান রয়েছে। খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আত্মহত্যার কারন উদঘাটনের প্রচেষ্টা চালাচ্ছেন।


চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, সম্প্রতি তারা দুইবোন চিতলমারী উপজেলার কাননচক গ্রামে তাদের পিতার বাড়ি বেড়াতে আসেন। আপন চাচাতো বোন হলেও তারা বান্ধবীর মতো চলাফেরা করত। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। আত্মহত্যার কারন উদঘাটনের জন্য অনুসন্ধান চালাচ্ছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত