ফকিরহাটে ড্রাম ট্রাকের ধাক্কায় মটর সাইকেল চালক নিহত

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৯:৫৬ পিএম, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১ | ৯৬০

প্রতিকী ছবি

খুলনা-মোংলা মহাসড়কে বালু ভর্তি ড্রাম ট্রাকের চাপায় মটর সাইকেল চালক বোরহান উদ্দিন (৩৬) নামের একজন নিহত হয়েছেন। এসময় অপরযাত্রী গুরুত্বর আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ড্রাম ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। নিহত বোরহান উদ্দিন যশোরের বাঘারপাড়া উপজেলার আগড়া গ্রামের সাইদুর রহমান এর ছেলে ও আহত সোহান উদ্দিন একই গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে,তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, যশোরের বাঘারপাড়া উপজেলা হতে ৬টি মটরসাইকেল যোগে ১২জন বন্ধু সুন্দরবন দেখে খুলনার দিকে ফিরে যাচ্ছিলেন। তারা শ্যামবাগাত একটি জুট মিলের অদুরে আসলে রুপসা হতে শুকদড়া অভিমুখে যাওয়া একটি বালু ভর্তি ড্রাম ট্রাক (খুলনা-শ-১১-০৪১০) তাদের মধ্যে হতে ১টি মটরসাইকেলকে সামনের দিক দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

খবর পেয়ে কাঁটাখালী হাইওয়ে থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ ফিরোজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে ঘাতক ড্রাম ট্রাকটি আটক করেন। এসময় ওই ট্রাকের চালক পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত