রামপালে সমিতির টাকা আত্মসাতের অভিযোগ

রামপাল প্রতিনিধি

আপডেট : ১১:১৫ পিএম, রোববার, ২৪ জানুয়ারী ২০২১ | ৮৭৬

রামপালের ডাকরা গ্রামে আ. হাকিম ও সুব্রত ডাকুয়া নামের ২ ব্যক্তির বিরুদ্ধে সমিতির টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা টাকা দাবি করে রামপাল উপজেলা চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারীরা জানান, উপজেলার ডাকরা গ্রামের মৃত ওসমান শেখের পুত্র আ. হাকিম শেখ ও পার্শ্ববর্তী কুুুুমারখালী সুুুশেন ডাকুয়ার পুত্র সুব্রত ডাকুয়া ২০১৫ সালে একটি সমিতি করেন। সমিতির টাকার হিসাব না দিয়ে প্রায় ১০ লক্ষ টাকা নিজেদের দখলে রেখে নিজেরা মাছের ঘেরে বিনিয়োগ করেন।

এ ব্যাপারে অভিযুক্ত আ. হাকিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এক লক্ষ টাকা নিয়ে ঘের করেছি, আম্ফানে ঘেরে লোকসান হয়েছে। আমার কাছে এক লাখ আছে, বাকী টাকা সমিতির সদস্যদের কাছে আছে। সমিতির ক্যাসিয়ার সুব্রত ডাকুয়ার সাথে তার ফোনে যোগাযোগ করে কথা বলার চেষ্টা করে ও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত