সুন্দরবনে বন্দুকযুদ্ধে জলদস্যু বাহিনী প্রধানসহ ৩ জন নিহত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০২:২৯ পিএম, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮ | ১৩২৯

র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে সুন্দরবনের জলদস্যু মুন্না বাহিনীর প্রধানসহ তিনজন নিহত হয়েছেন। বরগুনার পাথরঘাটা উপজেলায় বুধবার ভোরে র‌্যাব-৮ এর সঙ্গে এ বন্দুকযুদ্ধের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব বাগেরহাট টুয়েন্টি ফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের মাঝের চর এলাকায় জলদস্যু মুন্না বাহিনীর সঙ্গে র‌্যাবের গোলাগুলি হয়। এতে মুন্না বাহিনীর প্রধানসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মুন্না বাহিনীর প্রধান স্বপন প্যাদাও রয়েছে।

অধিনায়ক হাসান বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, ভোরে বনদস্যু মুন্না বাহিনীর প্রধান স্বপন প্যাদা ও তার দলবল সুন্দরবন সংলগ্ন মাঝেরচরে অবস্থান করছিল। পরে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে গেলে স্বপন বাহিনীর সদস্যরা র‌্যাবের দিকে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে দস্যুরা পালিয়ে গেলে সেখানে তিনজনের লাশ এবং বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।


নিহতরা হলো,মোঃ লিটন খন্দকার (৩৫), মোঃ নিজাম উদ্দিন স্বপন ওরফে প্যাদা (৪৫), মোঃ সাগর খাঁ (৫০)।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে দুটি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল, চারটি পাইপগান ও বিভিন্ন ধরনের বন্দুকের ৩৮ রাউন্ড গুলি ও পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত