ভোট শুরুর আড়াই ঘন্টার মাথায়

মোংলায় বিএনপি সমর্থিত মেয়রসহ কাউন্সিলর প্রার্থীদের ভোট বর্জন

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৫:১৫ পিএম, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ | ৬২৯

ভোট কেন্দ্র দখল আর এজেন্টদের বের করে দেয়াসহ নানা অনিয়মের অভিযোগ এনে ভোট শুরুর দুই ঘন্টার মাথায় মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোঃ জুলফিকার আলী ও ১২ কাউন্সিলর প্রার্থীরা ভোট বর্জন করেছেন।

শনিবার (১৬ জানুয়ারী) সকালে ভোট গ্রহনের কিছু পরে সকাল সাড়ে ১০ টার দিকে বিএনপির মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ জুলফিকার আলী নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের কথা জানান এবং অন্যায় ও ভোটারদের ক্ষমতার দাপট দেখিয়ে কিছু সন্ত্রাসীদের সামনে ইভিএম’র ভোট নেয়ার নির্বাচন থেকে সড়ে দাড়ান বলে জানায় মেয়র প্রাথী জুলফিকার আলী। এসময় স্বতন্ত্র মেয়র প্রাথী মোকছেদুল আলম গামা ও বিএনপি সমর্থিত সব কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

মেয়র প্রার্থী জুলফিকার আলী অভিযোগ করে বলেন, ভোট শুরুর সাথে সাথেই প্রতিটি কেন্দ্র দখল করে আ’লীগ সমর্থিতরা। তারা ভোটারদের প্রকাশ্যে ভোট দেখিয়ে এবং সাধারণ ভোটারদের বাধা প্রদান করে। এছাড়া প্রতিটি কেন্দ্রে তার এজেন্ট বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন এই মেয়র প্রার্থী। এসময় মেয়র জুলফিকার আলী দাবি করেন, প্রশাসনের সহযোগিতা চেয়ে তিনি পাননি। ভোটের আগের দিন রাতভর তার কর্মি সমর্থকদের বাড়ীতে দুর্বৃত্তরা হামলা ও মারধর করেছে বলে দাবি করেন।

তিনি বলেন, স্বাধীন দেশে এই রকম পরিবেশ হতে পারেনা, পুরোপুরি বাকশাল কায়েম করা হয়েছে। গত রাতে তার ২৭ জনসহ অর্ধশত লোকজনকে মারধর করে আহত করা হয়েছে। কাউন্সিলর প্রার্থী মোঃ হোসেন ও আলাউদ্দিন বলেন, ভোটারদের উপস্থিতি ভাল থাকলেও তাদেরকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেওয়া হয়নি। জোর করে তাদের ভোট নেওয়া হয়েছে।

অপর কাউন্সিলর প্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন, র‌্যাব-পুলিশের উপস্থিতিতে তাকে বের করে দেওয়া হয়েছে। এছাড়াও তার ভোটারদের ভোট দিতে না দেয়ায় তারা ফিড়ে গেছে। তার পরিবারের সদস্যদের পুলিশের সামনে হুমকি-ধামকি দিয়ে বের করে দিয়েছে। আমি এ নজির বিহীন কারচুপির তীব্র নিন্দা জানাই। তবে প্রশাসনের পক্ষ থেকে কোন সহায়তা পায়নি বলেও অভিযোগ করেন কাউন্সিলর প্রার্থী খোরশেদ আলম।

কাউন্সিলর প্রার্থী এমরান হোসেন বলেন, ভোটের অনিয়ম তুলে ধরায় প্রেসকøাব সভাপতিসহ মিডিয়ার অনেক ভাইকেও লাঞ্চিত করা হয়েছে। এছাড়া অনেক স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী নির্বাচন বর্জন করেছেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত