বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে মোংলায় থানা ও উপজেলা প্রশাসনের প্রতিবাদ সভা

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৭:৪৭ পিএম, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০ | ৫৮২

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে মোংলায় প্রতিবাদ সভা করেছে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও পুলিশ প্রশাসন। সাম্প্রতি কুষ্টিয়ায় কয়েক দুস্কুতিকারী স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করে দেশকে অস্তিথিশীল করার প্রতিবাদে এ সভা করা হয়েছে।

আজ শনিবার সকাল ১১ টায় উপজেলা কার্যালয়ে সামনে এ প্রতিবাদসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

এসময় বক্তারা বলেন, দুস্কৃতিকারীরা বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুরের মধ্য দিয়ে সংবিধানের লংঘনসহ দেশের স্বাধীনতাবীরোধীরা রাজনৈতিক অস্তিথিশীল পরিস্থিতি তৈরী করার পায়তার করছে একটি মহল। অবিলম্বে এসকল স্বাধীনতা বিরোধী শক্তিদের ও ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িত দুস্কৃতিকারীদের আইনের আওতায় এনে কঠোর বিচারের দাবী জানানো হয় এ প্রতিবাদ সভা থেকে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সহকারী কমিশনার ভুমি নয়ন কুমার রাজ বংশী, থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার শেখ আঃ রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কুদ্দুসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত