মোরেলগঞ্জে কারেন্ট পোকা দমনে অবহিতকরণ সভা

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৪:৪০ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২০ | ৪৬২

মোরেলগঞ্জ উপজেলায় উঠতি আমন ধান ফসলে কারেন্ট পোকা আক্রমন ও কৃষকের ফসলহানীর আশঙ্কায় শনিবার জরুরী অবহিতরণ সভা করেছে উপজেলা পরিষদ।


উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ -ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মো.দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভিন।


উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সিফাত আল মারুফ , পঞ্চকরণ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার, হোগলাবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ আকরামুজ্জামান, নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, চিংড়াখালী ইউনিয়ন চেয়ারম্যান আলী আক্কাস বুলু, হোগলাপাশা ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল ইসলাম নান্না, দৈবজ্ঞহাটী চেয়ারম্যান পারুল বেগম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, দীপঙ্কর সোমাদ্দার, প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম।


সভায় জানানো হয়, উপজেলা সবকটি ইউনিয়নে কম-বেশি কারেন্ট পোকার আক্রমন দেখা দিলেও জিউধরা, নিশানবাড়িয়া, বহরবুনিয়া ও বারইখালী ইউনিয়নের এর প্রকোপ বেশি। কৃষি দপ্তর ইতোমধ্যে পোকা দমনে প্রতি ইউনিয়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক, কৃষকদের নিয়ে সভা, লিফলেট বিতরণ , মাইকিং করা হয়েছে।


সভায় উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ -ই-আলম বাচ্চু জানান, কৃষক ও কৃষির উন্নয়নে উপজেলা পরিষদ ,উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষকদের সার্বিক সহয়োগীতা করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত