শরণখোলায় তিন দিনের উন্নয়ন মেলা সমাপ্ত

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ১০:৩৫ পিএম, রোববার, ১৪ জানুয়ারী ২০১৮ | ৮৪৫

শরণখোলায় শনিবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে তিন তিনব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মেলায় সুসজ্জিত ২৪ স্টলের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

মেলার তিন দিনই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগীতামূলক সাংষ্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করে। মেলায় উপজেলা মহিলা অধিদপ্তর প্রথম, প্রাণি সম্পদ ও জনস্বাস্থ্য দ্বিতীয় এবং কৃষি বিভাগ তৃতীয় স্থান অধিকার করে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আকন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাসানুজ্জামান পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার, থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. কবিরুল ইসলাম, বাগেরহাট পিসি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দর সাত্তার আকন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন ও কৃষি কর্মকর্তা সৌমিত্র সরকার।

মেলায় এছাড়া প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আলাউদ্দিন মাসুদ, মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির আহমেদ, সাবরেজিস্ট্রার মো. আবু রায়হানসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত